নিজস্ব প্রতিবেদক: শাহরাস্তিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৭ আগস্ট বৃহস্পতিবার বিকেলে উপজেলার দোয়াভাঙ্গা থেকে জেলা বিএনপির সম্মানিত সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার কামাল উদ্দিনের নেতৃত্বে একটি বিজয় র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুর বাজার, কালীবাড়ি হয়ে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।
ব্যারিস্টার মো. কামাল উদ্দিন তিনি বলেন, নির্বাচন বানচাল করার জন্য একটি মহল ষড়যন্ত্র করে যাচ্ছে, আমরা যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি তারা সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে কোন অপশক্তি মাথাচাড়া দিতে না পারে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বৈষম্য যেন না থাকে,আমাদের নেতা তারেক রহমান বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আগামী দিনে বিএনপির নেতৃত্বে সরকার গঠন করে একটি সুন্দর রাষ্ট্র গঠন করা হবে। বক্তব্যের শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় উপস্থিত সকলের দোয়া চান তিনি।
পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ-এর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ সোহেল, পৌর যুবদলের সদস্য সচিব আবদুল কাইয়ুম রিপন, সাবেক উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মনির হোসেন বেপারি, বিএনপি নেতা সেলিম পাটোয়ারী, সৈয়দ আহমেদ দুলাল, বিএনপি নেতা আবু তাহের, সাবেক ছাত্র নেতা আমান উল্লাহ বাচ্ছু, পৌর যুবদল সভাপতি সি এম লিটন, যুগ্ম সম্পাদক আমির হোসেন , শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর শ্রমিক দল নেতা তৈয়ব আলী, পৌর ছাত্র দলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল, ছাত্রদল নেতা শাহদাত হোসেন প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available