• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে শ্রাবণ ১৪৩২ রাত ১০:১২:১৭ (05-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে শ্রাবণ ১৪৩২ রাত ১০:১২:১৭ (05-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বকশীগঞ্জে স্বৈরাচার পতনের এক বছর পূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালি

৫ আগস্ট ২০২৫ রাত ০৮:১৭:২৪

বকশীগঞ্জে স্বৈরাচার পতনের এক বছর পূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি করেছে উপজেলা ও পৌর বিএনপি।

৫ আগস্ট মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বর্ণ্যাঢ্য একটি বিজয় র‌্যালি বের করা হয়। বিজয় র‌্যালিতে বিএনপির নেতা কর্মীদের ঢল নামে। এসময় তাদের হাসিনা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বিজয় র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়।

বিজয় র‌্যালিতে উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সিনিয়র সহসভাপতি হাসিবুল ইসলাম সঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কারী, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোকাম্মেল হক, মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম পুলক, বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বুলাল, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, নিলাখিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমাতজ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রহমত আলী, পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহমেদ সুজন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদুল ইসলাম শামীম, বিএনপি নেতা মো. ফারুক সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, উপজেলা ছাত্রদল, বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজয় র‌্যালি শেষে বাসস্ট্যান্ড মোড়ে সংক্ষিপ্ত সভায় এসময় বক্তব্য বক্তারা বলেন, ১৭ বছর বিএনপি নেতা কর্মীদের নির্যাতন করা হয়েছে। বিএনপি গত ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী জনমত গড়ে তুলেছেন বিধায় গত জুলাই বিপ্লবে সরকার পতনে ত্বরান্বিত হয়েছে। তাই ফ্যাসিস্ট হাসিনাকে হাজার হাজার খুনের দায়ে ফাঁসিতে ঝোলাতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দেশব্যাপী বিএনপির নতুন কর্মসূচি
৫ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৩৫:১২


জুলাই ঘোষণাপত্র নিয়ে জামায়াত হতাশ
৫ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:১৭:৩৪

জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানাল এনসিপি
৫ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:১২:০৩

জুলাই ঘোষণাপত্রে যা যা বলা হয়েছে
৫ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৫৮:২৫