লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদুতে লংগদু জোনের আয়োজনে দেশের চলমান পরিস্থিতি নিয়ে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ আগস্ট সোমবার সকাল ১১টায় লংগদু জোনের কনফারেন্স রুমে, জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি"র সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ,উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মিনহাজ মুর্শিদ,সহকারী পুলিশ সুপার মাহমুদুল রহমান (বাঘাইছড়ি সার্কেল),লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা নাছির উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এলাকার উন্নয়ন সম্ভব। সামরিক কর্মকর্তারা স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ লংগদু জোন তথা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available