ছবি: বোরহান উদ্দিন আহমেদ নসু
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. বোরহান উদ্দিন আহমেদ নসু ঢাকায় তার নিজ বাসা থেকে গ্রেফতার হয়েছেন।
৪ আগস্ট সোমবার দুপুরে গ্রেফতারের বিষয়টি রামপুরার থানার ওসি মো. রাহাত খান বিপিএম নিশ্চিত করেছেন।
রামপুরা থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক মামলার আসামি হিসেবে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রোববার রাতে তাকে তার উত্তরার বাসা থেকে গ্রেফতার করে। পরে রাতেই রামপুরা থানায় তাকে হস্তান্তর করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বোরহান উদ্দিন আহমেদের ভাতিজা স্থানীয় একটি মাদরাসার সুপার মাওলানা আবদুল মতিন বলেন, ‘আমরা ফেসবুকের মাধ্যমেই চাচার গ্রেফতারের খবর জানতে পেরেছি। খবরটির সত্যতা জানতে ঢাকায় বসবাসরত চাচিকে (বোরহান উদ্দিনের স্ত্রী) বারবার কল দিয়ে তার ফোনটি বন্ধ পেয়েছি।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া বোরহান উদ্দিন আহমেদ নসু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক সদস্যও ছিলেন তিনি। তার গ্রেফতারের খবরটি নবীনগরে গতকাল ৩ আগস্ট রোববার রাতে চাওর হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবিসহ খবরটি ভাইরাল হতে থাকে। শেখ হাসিনা সরকারের পতনের পরপরই তিনি আত্মগোপনে চলে যান।
নবীনগর থানার ওসি শাহীনুর ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন আহমেদের গ্রেফতারের খবর তিনি ফেসবুকে দেখেছেন। তবে কোনো মামলায় কবে কখন গ্রেফতার হয়েছেন তিনি সে বিষয়ে অবগত নন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available