• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩২ রাত ০১:৩৫:৫০ (18-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটেছে।  ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ২ টায় লঞ্চ ঘাট হোটেল থেকে আগুনের সূত্র পাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কি ভাবে আগুন লেগেছে এখনো এসম্পর্কে জানাযায়নি।খবর পেয়ে সাথে সাথে লংগদু জোনের সেনা সদস্যরা বাজারে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। ইতোমধ্যেই লংগদু ফয়ার সার্ভিস এবং লংগদু জোনের সেনাবাহিনীর একটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিয়েছেন।এপর্যন্ত দুটি হোটেল দুটি কুলিং কর্নারে এবং একটি মুদি মালের দোকান ও পেছনে থাকা বাসা বাড়ি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানাগেছে। ক্ষতির পরিমাণ এখনো সঠিক ভাবে বলা যাচ্ছেনা। পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসলে ফায়ার সার্ভিসের পক্ষ হতে ক্ষতির পরিমাণ জানানো হবে।