বাবুল আক্তার খুলনা ব্যুরো: ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করেছে খুলনা সিটি কর্পোরেশন।
এ উপলক্ষ্যে ৩০ জুলাই বুধবার সকালে নগরীতে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
কেসিসি প্রশাসক মো. ফিরোজ সরকার নগরীর জিয়া হল চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও কবুতর উড়িয়ে র্যালির উদ্বোধন করেন। র্যালিটি জিয়া হল চত্বর থেকে শুরু হয়ে শহিদ হাদিস পার্কে এসে শেষ হয়।
তিনি বলেন, ছাত্র-জনতা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে। এই গণ-অভ্যুত্থান ছাত্র-জনতা সবাইকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমরা চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে, যেখানে থাকবে না কোন ভেদাভেদ। সবাই সমান অধিকার ভোগ করবে এবং একে অপরের সাথে সম্পর্ক ভালো রাখবে। তাহলেই আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পাবো।
এর আগে বক্তৃতা করেন খুলনা জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, জুলাই আন্দোলনে নিহত শাকিব রায়হানের পিতা শেখ মো. আব্দুল আজিজ। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ-সহ বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ উপস্থিত থেকে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available