ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি : রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত দুই শিক্ষার্থী আব্দুল্লাহ ছামীম ও আয়মানের করবে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনীর ১৬ সদস্যর একটি প্রতিনিধি দল।
২৯ জুলাই মঙ্গলবার বিকালে প্রথমে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি ইউনিয়নের মাঝিকান্দি গ্রামের আব্দুল্লাহ ছামীমের পরে নারায়ণপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে আয়মানের কবর জিয়ারত করা হয়।
আব্দুল্লাহ ছামীম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও আয়মান চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে কবর জিয়ারত করেন তাঁরা এবং ছামীম ও আয়মানের পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান।
বিমান বাহিনীর উইং কমান্ডার আল-আমিন বলেন, মাইলস্টোন দুর্ঘটনায় নিহতের পরিবারকে যথাসম্ভব সহায়তা ও সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। আমরা সবসময় তাদের পাসে থাকবো ও পর্যায়ক্রমে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হবে।
উল্লেখ্য,গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ ছামীম ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাসনিম আফরোজ আয়মান গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিক্যাল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা জান আব্দুল্লাহ ছামিম।
অন্য দিকে টানা ৫দিন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জুলাই সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন আয়মান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available