নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, খারাপ অবস্থায় থাকা ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। ইসলামি ব্যাংকের উদাহরণ সামনে রেখে অন্য ব্যাংকগুলোর জন্য ব্যাংক রেজোলিউশন অ্যাক্ট কার্যকর করা হয়েছে। জনগণের আমানতের নিরাপত্তায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ, কারও টাকা হারিয়ে যাবে না, তবে ফেরত পেতে সময় লাগতে পারে।’
৫ জুলাই শনিবার দুপুরে নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।
সঞ্চয়পত্রের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়িয়ে দিলে সবাই ব্যাংক থেকে টাকা তুলে সঞ্চয়পত্র কিনবে, এতে ব্যাংকগুলোর তারল্য সংকট দেখা দেবে। তাই বিষয়টি ভারসাম্যপূর্ণভাবে দেখতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চলমান সংকট নিয়ে তিনি বলেন, সমস্যা সমাধানে এনবিআরের সঙ্গে আলোচনা চলছে। পাঁচ সদস্যের শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।
বিদেশি বিনিয়োগ আকর্ষণের প্রসঙ্গে তিনি জানান, ব্যবসা শুরু করতে যেন ১০-১২ জায়গায় ছুটতে না হয়, সে লক্ষ্যে সব ছাড়পত্র কেন্দ্রীয়ভাবে দেওয়ার প্রক্রিয়া চলছে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরসহ আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এর মধ্যে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের প্রস্তকরণ এবং ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর-বাঞ্ছারামপুর হয়ে ঢাকাগামী মহাসড়ক প্রকল্পটি ইতোমধ্যে একনেকের অনুমোদন পেয়েছে।
এ সময় অর্থ উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী এবং নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক স্হানীয় প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি সহ বহু গণমাধ্যমের শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available