• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ সকাল ০৬:৪৯:৫৩ (19-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

‘দেশের প্রয়োজনে মার্কিন কোম্পানি থেকে এলএনজি কেনা হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রয়োজনে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হচ্ছে। প্রতিষ্ঠানটিতে সাবেক রাষ্ট্রদূত পিটার হাস যুক্ত থাকলেও, কোনো ব্যক্তিকে বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।১৬ সেপ্টেম্বর মঙ্গলবার অর্থ উপদেষ্টার সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।অর্থ উপদেষ্টা বলেন, বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে আরও পণ্য আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোন পদ্ধতিতে এটি বাস্তবায়ন করা হবে, তা বাণিজ্য মন্ত্রণালয় ঠিক করবে। তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম আমদানি করা হলেও, এতে ভোক্তাদের উপর বাড়তি প্রভাব পড়বে না।তিনি জানান, দেশের প্রয়োজনে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হচ্ছে। প্রতিষ্ঠানটিতে সাবেক রাষ্ট্রদূত পিটার হাস যুক্ত থাকলেও, কোনো ব্যক্তিকে বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। আন্তর্জাতিক বাজার বিবেচনা করেই এলএনজি ও গম কেনা হচ্ছে। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।সার আমদানিতে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এই অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। বিষয়টি তদন্ত করতে কৃষি ও শিল্প মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার এই বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে নানামুখী কাজ করা হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে, কর রাজস্ব এখন স্থিতিশীল রয়েছে, যা একটি ইতিবাচক সংকেত।