নীলফামারী প্রতিনিধি: নিরাপত্তার চাদরে ঢাকা থাকার পরেও সৈয়দপুরে রেলওয়ের লোহা চুরি থামছে না। প্রতি মাসে লাখ লাখ টাকার রেলওয়ের লোহা চুরি হচ্ছে। মাঝে মধ্যে চুরির কিছু ঘটনা ফাঁস হলেও বেশির ভাগই থাকে লোকচক্ষুর আড়ালে।
গত ২৩ জুন সৈয়দপুর রেলওয়ে কারখানার বগিসপ থেকে রেলওয়ের স্ক্রাপ লোহা চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে রেলওয়ের দুই অস্থায়ী শ্রমিক। অভিযুক্ত দুজনের নাম হলো জসিয়ার রহমান (৩২) ও মো. সোহাগ (৩৩)। এদিনই তাদের বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফী নূর মোহাম্মদ তাদেরকে চাকুরীচ্যুত করেন।
এর আগে গত ১৯ জুন উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. সুলতান মৃধা দুই পিকআপ ভর্তি রেললাইন চোরাই লোহা বাজারে বিক্রি করে দেন।
এ বিষয়ে রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ খবর পেয়ে তদন্তে নামেন। সত্যতা মিলে ঘটনার। এদিনই আটক করা হয় প্রকৌশলী সুলতান মৃধাকে। তার বিরুদ্ধে ১৯ জুন রাতে বাংলাদেশ রেলওয়ে পার্বতীপুরে দায়িত্বরত সহকারি নির্বাহী প্রকৌশলী মো. তহিদুল ইসলাম বাদী হয়ে সৈয়দপুর রেলওয়ে থানায় মামলা করেন। মামলায় একজনের নাম উল্লেখ করে ৭ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে ৮ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
অথচ পুলিশের হাতে আটক প্রকৌশলীর দপ্তরটি সৈয়দপুর রেলওয়ে থানা থেকে মাত্র ১০০ মিটার দূরে। এই দপ্তরের ৩০ মিটার দূরে সৈয়দপুর রেলওয়ে স্টেশন চত্বর ও প্লাটফরম। বিশেষ করে স্টেশন চত্বর ও প্লাট ফরমে সব সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহলরত থাকে। তারপরেও চুরির ঘটনা ঘটায় শহরবাসীকে স্তম্ভিত করেছে বলে অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে।
চলমান সময়ের বাস্তবতায় অনেকে নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, রেলওয়ের মালামাল চুরি যাবে আর রেল পুলিশ জানবে না, এমন বিষয়ে অবাক হতে হয়। ওইসব ব্যক্তিদের অভিযোগ মতে, সৈয়দপুর রেলওয়ে পুলিশের দায়িত্বহীনতার কারণেই রেলওয়ের মালামাল চুরি থামছে না।
তবে সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উন নবী অভিযোগ অস্বীকার করে বলেন, রেল পুলিশের প্রধান দায়িত্ব ট্রেন যাত্রীদের নিরাপত্তা দেয়া। আর রেলওয়ের মালামাল দেখভালের দায়িত্ব রেলওয়ে নিরাপত্তা বাহিনীর।
রেলওয়ের চুরি রোধ বিষয়ে জানতে কথা হয় বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নূর মোহাম্মদের সঙ্গে। তিনি বলেন, আমরা রেলওয়ের যেকোন দুর্নীতি বন্ধে জিরো টলারেন্সে রয়েছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available