• ঢাকা
  • |
  • রবিবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২ বিকাল ০৩:৩৮:৪৯ (25-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২ বিকাল ০৩:৩৮:৪৯ (25-May-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

খোকসায় বোরো ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক-কৃষাণী

২৫ মে ২০২৫ সকাল ০৯:১০:৫৯

খোকসায় বোরো ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক-কৃষাণী

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: রোদ ও গরম উপেক্ষা করে চলছে কুষ্টিয়ার খোকসায় বোরো ধান ঘরে তোলার উৎসব। ধান কাটা, মাড়াই, শুকানোতে এখন ব্যস্ত সময় পার করছে কৃষক-কৃষাণীরা। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠজুড়ে চলছে হাজারো কৃষকের ব্যস্ততা। সোনালি ধানের ছায়ায় মুখরিত উপজেলার মাঠগুলো যেন পরিণত হয়েছে এক উৎসবমুখর কর্মচাঞ্চল্যে।

কৃষকেরা জানান, এবার আবহাওয়া অনুকূলে থাকায় এবং সময়মতো চাষাবাদ হওয়ায় ধানের ফলন ভালো হয়েছে। ধান কেটে ঘরে তোলার কাজ চলমান রয়েছে। কিন্তু অনিয়মিত বৃষ্টির কারণে কিছু ধান কাটা কাজে বিঘ্ন ঘটছে।

উপজেলার ইচলাট গ্রামের কৃষক অরবিন্দু ঘোষ জানান, ‘ফসল কাটা পুরোদমে শুরু হয়েছে। তবে সব কাটা শেষ হয়নি। দাম পেলে আশা করি খরচ মিটাতে পারব। সরকার যদি আর একটু সহায়তা করত, যেমন আধুনিক যন্ত্রপাতি দিত, তাহলে আরও সহজ হতো।’

একই গ্রামের কৃষক বিনয় বিশ্বাস জানান, ‘গত দু'দিন বিকেলে ও রাতে বৃষ্টি হয়েছিল, ধান কাটা হয়েছে। কিন্তু এখন ফসল ঘরে তোলার সময়। জমিতে পানি জমে আছে, তাই ধান মাড়াই করতে পারছি না। কাটা ধান জমিতে পড়ে রয়েছে।’

এক্তারপুর গ্রামের কৃষক কাজল বলেন, ‘আজ সকাল থেকেই আকাশ কালো হয়ে আছে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে ফসলের মারাত্মক ক্ষতি হতে পারে। তবে আমরা এখন আগাম জাতের ধান কেটে ফেলেছি। আর সপ্তাহ খানেকের মধ্যে অন্যান্য জাতের ধান কেটে ঘরে তুলতে পারব।’

মালিগ্রামের প্রবীণ কৃষক আব্দুল কুদ্দুস জানান, 'আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে। এছাড়া বিদ্যুৎ, সেচ, সার ও বীজের সংকটও ছিল না। এই কারণে কৃষকরা কিছুটা স্বস্তিতে আছেন।'

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘এ বছর উপজেলায় ১ হাজার ৫২২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। বৃষ্টিপাতের কারণে ধান কর্তন কাজ কিছুটা বিঘ্নিত হলেও, আমরা আশা করছি আবহাওয়া স্বাভাবিক থাকলে খুব দ্রুত সময়ের মধ্যে সমস্ত ধান কর্তন করতে সক্ষম হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ