• ঢাকা
  • |
  • রবিবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২ সন্ধ্যা ০৭:২০:০৫ (25-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২ সন্ধ্যা ০৭:২০:০৫ (25-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গোমস্তাপুরে চুরি করতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

২৫ মে ২০২৫ দুপুর ০২:০৪:৩৬

গোমস্তাপুরে চুরি করতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

মো. হানিফ মেহমুদ চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি বাড়িতে মোবাইল ও টাকা চুরি করাতে গিয়ে এলাকাবাসী ও স্থানীয়দের কাছে আটক হয়ে মারধরের শিকার হয়েছেন উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি নাহিদ (১৯) । সকালে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

২৫ মে রোববার গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মিজানের বাড়ির ঘরে চুরির ঘটনা ঘটে।

আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ও চাইপাড়া গ্রামের জিয়া ডাক্তারের ছেলে নাহিদ।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত দিবাগত রাত ৩টার দিকে মিজানের বাড়ি ঘরে চুরি করতে যায়। এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পেরে ধাওয়া দিয়ে স্থানীয়রা ওই চোরকে আটক করে। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, চুরি করতে গিয়ে জনতার হাতে ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি আটক হন। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক হওয়া ওই চোরকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে আইভী
২৫ মে ২০২৫ সন্ধ্যা ০৬:০৬:০৮