ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনা ডুমুরিয়ায় বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার কৃষক।
২৩ মে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আটলিয়া ইউনিয়নের নরনিয়া-আটলিয়া বিলে কৃষি জমিতে কাজ করার সময় স্থানীয় নরনিয়া গ্রামের মৃত ঈমান আলী শেখের পুত্র আব্দুল হালিম শেখ (৪৫) বজ্রপাতে নিহত হন।
এ সময় পাশের জমিতে কাজ করা আরও চারজন কৃষক আহত হন। আহতরা হলেন, একই গ্রামের কাওছার গাজীর ছেলে আ. রাজ্জাক গাজী, তফেজ উদ্দিন মহলদারের ছেলে বাবুল মহলদার, আনছার আলী গাজীর ছেলে আব্দুল বারিক গাজী ও আমজাদ গাজীর ছেলে আরিফিন গাজী। আহতরা প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে বাড়িতে অবস্থান করছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পাটের জমিতে আগাছা পরিষ্কারের জন্য বাড়ি থেকে বেরিয়ে ছিলেন আব্দুল হালিম শেখ।
মাঠে পাট ক্ষেতে কাজ করার সময় আচমকাই বজ্রপাত হলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পাশের জমিতে কাজ করা অন্য কৃষকরা তাকে দ্রুত উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে।
ডুমুরিয়া থানা পুলিশ ও আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানা বলেন, ঘটনাস্থলে থানা পুলিশের একজন এসআইকে পাঠিয়েছি। নিহতের পরিবার থেকে আবেদন পেলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available