নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের পশ্চিম চাপড়া ফকিরপাড়ায় ঘর নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত একজন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
২১ মে বুধবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, বাড়ির নির্মাণকাজে পরিবারটির সদস্যরা সকলে অংশ নিচ্ছিলেন। হঠাৎ করে পই লাগানোর সময় ঘরের মধ্যে থাকা একটি পুরনো বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে যায় তাদের ওপর। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান শ্বশুর সোলাইমান হোসেন (৬৩) ও পুত্রবধূ শাবানা (২৯)। গুরুতর আহত অবস্থায় ওয়াতোন (৫০) কে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এক পরিবারের দুই সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক ও নিস্তব্ধতা।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম শাহ জানান, এটা অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। আমরা শোকাহত পরিবারের পাশে রয়েছি এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করছি। ওই ইউনিয়নে ২০ মে মঙ্গলবার দুটি শিশু পানিতে ডুবে নিহতের পর আজকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটলো।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। তারা ঘটনাটি খতিয়ে দেখছেন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার আহ্বান জানিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available