• ঢাকা
  • |
  • বুধবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ১১:৩৫:০৭ (21-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ১১:৩৫:০৭ (21-May-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

২ হাজার চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিলেন সাবেক সংসদ সদস্য

২১ মে ২০২৫ দুপুর ০১:৪৪:৩৫

২ হাজার চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিলেন সাবেক সংসদ সদস্য

রংপুর ব্যুরো: নীলফামারীর ডোমারে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে প্রায় ২ হাজার চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

২০ মে মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার ডাকবাংলো মাঠে চক্ষু ক্যাম্পের আয়োজন করেন ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, ডোমার পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, সাবেক ছাত্রনেতা রায়হানুল হক প্রধান ইউসুফসহ উপজেলা এবং ইউনিয়ন থেকে আগত বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মরিয়ম চক্ষু হাসপাতাল সৈয়দপুর নীলফামারী ও ঢাকা থেকে আগত ডাক্তারগণ।

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, চোখ একটি অমূল্য অঙ্গ। এই অঞ্চলের কেউ যেন বিনা চিকিৎসায় চোখের কষ্টে না ভোগে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতেও আমি এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে চাই।

এ বিষয়ে প্রোগ্রাম ম্যানেজার জামাল আব্দুন নাসের রোমেল জানান, বিভিন্ন দৃষ্টি সমস্যার জন্য ৬ শত জনকে চশমা প্রদান, ৫ শত জনকে মেডিসিন এবং ১ শত জনকে চোখের সানি সার্জারী ফ্রী চিকিৎসা প্রদান করা হচ্ছে। আপাতত ডোমার উপজেলায় এরপর ডিমলা উপজেলাসহ মোট ৬টি ক্যাম্প করা হবে। চোখের রোগজনিত বিষয়ে প্রায় ২ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হলো।

এ সময় নীলফামারীর ডোমারে সুনামধন্য সেবাদানকারী প্রতিষ্ঠান পপুলার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। বিকেলে উক্ত প্রতিষ্ঠানে গিয়ে ডাক্তার, রোগী ও স্টাফদের সাথে মতবিনিময় এবং প্রতিষ্ঠানের যন্ত্রপাতি পরিদর্শন করেন তিনি।

হসপিটালের পরিবেশ পরিস্থিতি দেখে প্রধান অতিথি সন্তুষ্টি প্রকাশ করে বলেন- শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। এলাকার মানুষকে নিয়মিত স্বাস্থ্য সেবা দিয়ে দেশ ও জাতির কল্যাণে বলিষ্ট ভূমিকা রাখতে ডাক্তার ও নার্সদের পরামর্শ প্রদান করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আইটেল সিটি সিরিজের যাত্রা শুরু
২১ মে ২০২৫ রাত ০৯:১৮:৩০



মণিরামপুরে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার
২১ মে ২০২৫ সন্ধ্যা ০৭:২৮:৫৮