চক্ষু শিবিরে ২০০০ রোগীর ফ্রি চিকিৎসা দিলেন কুয়েত সোসাইটি
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ফ্রি চক্ষু শিবিরে দুই হাজার রোগীর চিকিৎসা সেবা, বিনামূল্যে চোখ অপারেশন, থাকা খাওয়া ও দুই মাসের ওষুধের ব্যবস্থা করা হয়েছে।১১ জানুয়ারি শনিবার বেলা ১০টার দিকে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ে কুয়েত সোসাইটি ফর রিলিফ (কে এস আর ) এর অর্থয়ানে নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সমাজকর্মী অধ্যাপক জিয়াউল হকের উদ্যোগে এ ক্যাম্প পরিচালিত হয়।এতে নলডাঙ্গা উপজেলার গরীব অসহায় বৃদ্ধসহ প্রায় দুই হাজার রোগী চিকিৎসা পত্র নেয়। এসময় কুয়েত সোসাইটি ফর রিলিফ (কে এস আর) সংস্থার ম্যানেজার জিএম আজম খাঁন উপস্থিত থেকে চিকিৎসা ও সেবাদান কার্যক্রম পরিচালনা করেন।আয়োজকরা বলেন, এখানে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও যাদের চোখ অপারেশন করা প্রয়োজন তাদের (সংস্থাটির) নিজ খরচে সিরাজগঞ্জে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হবে। যাতায়াত থাকা খাওয়া ফি এবং দুই মাসের বিনামূল্যে ওষুধ ফ্রি দেওয়া হবে। এখানে প্রায় ২ হাজার রোগী চিকিৎসা নিতে এসেছেন।