• ঢাকা
  • |
  • রবিবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২ বিকাল ০৩:৩৬:১৩ (18-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২ বিকাল ০৩:৩৬:১৩ (18-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় বিএনপি কার্যালয়ে আগুন দিয়ে ছাত্রদলের পদ বঞ্চিতদের বিক্ষোভ

১৮ মে ২০২৫ সকাল ০৮:৪৪:১৭

কুমিল্লায় বিএনপি কার্যালয়ে আগুন দিয়ে ছাত্রদলের পদ বঞ্চিতদের বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর কার্যালয়ে আগুন লাগানোর ও ভাংচুরের অভিযোগ উঠেছে সদ্যঘোষিত ছাত্রদলের কমিটিতে পদবঞ্চিতদের বিরুদ্ধে।

১৭ মে শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ মিছিল শেষে কার্যালয়ের সামনে স্লোগান দিয়ে আসবাবপত্র ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ করা হয় বলে অভিযোগ করেছে ছাত্রদলের একাংশ। পরে স্থানীয় ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কমিটিতে বিশাল অঙ্কের লেনদেনের মাধ্যমে ত্যাগীদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ বঞ্চিতদের।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ‘অবৈধ কমিটি মানি না, মানবো না; জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো; অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের ব্যানারে মিছিল করে এবং বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এসময় তারা কার্যালয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

বিক্ষোভকারীদের দাবি, গত ১৭ বছরে দল করার কারণে যারা নির্যাতন, হামলা ও মামলার শিকার হয়েছেন, তাদের উপেক্ষা করে ঘোষিত কমিটি গ্রহণযোগ্য নয়। তারা বলেন, ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এ বিষয়ে সদ্যবিদায়ী মহানগর ছাত্রদল সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিতদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং তারা ধারাবাহিকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। সংঘর্ষের ঘটনাও ঘটেছে, তবে কারা কার্যালয়ে আগুন দিয়েছে তা তিনি নিশ্চিত নন।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, কার্যালয়টি দীর্ঘদিন পরিত্যক্ত ছিল এবং সম্প্রতি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। ভেতরে আগুন লাগানোর বিষয়ে নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, বিষয়টি বিএনপির অভ্যন্তরীণ হলেও পুলিশ ঘটনাটি তদন্ত করছে। কারা আগুন দিয়েছে তা এখনও জানা যায়নি, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য গত ১৫ মে বৃহস্পতিবার কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পরপরই পদবঞ্চিত নেতারা বিক্ষোভে ফেটে পড়েন এবং শহরের বিভিন্ন স্থানে মিছিল ও সড়ক অবরোধ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ