কুমিল্লা প্রতিনিধি: আওয়ামী লীগের খুনিদের বিচারই হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান সংস্কার । বিচার হবে, সংস্কার হবে, দুইটাই চাই। তবে এ সংস্কারের প্রক্রিয়ার মধ্যদিয়েই নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
তিনি মানবিক করিডর নিয়ে অন্তর্বর্তী সরকারকে অবস্থান স্পষ্ট করার আহবান জানিয়ে দেশের সার্বভৌমত্বকে কোন পরাশক্তির কাছে বন্ধক দেয়া যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
১৬ মে শুক্রবার সন্ধায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ছাত্র-জনতার গণআন্দোলনে কুমিল্লায় আহত-শহীদ ও বীর সন্তানদের সম্মানে জুলাই সমাবেশ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় হাসনাত আব্দুল্লাহ জুলাই গণহত্যার বিচারের জন্য জানুয়ারি মাসে ট্রাইব্যুনাল গঠনের কথা থাকলেও এখনও কেন গঠন হয়নি, জানতে চেয়ে প্রশ্ন রাখেন আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে। একই সাথে জুলাই গণহত্যাকাণ্ডের আসামীদের কোনো কোনো বিচারক জামিন দেন, তারা কারা? এসবের পেছনে কাদের ইন্ধন রয়েছে, সেগুলো প্রকাশের দাবি জানান তিনি।
তিনি বলেন, আমরা ভারত, পাকিস্তান, কিংবা বিদেশি কোনো পরাশক্তির আধিপত্যে থাকবো না। মানবিক করিডর নিয়ে যেসকল প্রশ্ন উঠেছে সেগুলো জাতির সামনে স্পষ্ট উত্তর দিন।
সমাবেশে এছাড়াও বক্তব্য দেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ, যুগ্ম সমন্বয়ক তারিকুল ইসলাম, আবু বাকের মজুমদারসহ অন্যান্যরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available