• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ০৯:৫৭:১৬ (15-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ০৯:৫৭:১৬ (15-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁয় অভিভাবক মত বিনিময় সভা

১৫ মে ২০২৫ বিকাল ০৩:০২:৩৮

নওগাঁয় অভিভাবক মত বিনিময় সভা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় আশার শিক্ষা কর্মসূচির অভিভাবক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ মে বৃহস্পতিবার পত্নীতলা উপজেলার গগনপুর উচ্চ বিদ্যালয় পাঠদান কেন্দ্রে আশা গগনপুর ব্রাঞ্চ এ সভার আয়োজন করে।

সভায় গগনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা-নওগাঁ (নজিপুর) জেলা সিনিয়র রিজিওনাল ম্যানেজার শামিম হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি ও সমাজসেবক মোকসেদুর হক সিরি, আশা-নওগাঁ জেলা এডুকেশন অফিসার সামাউল কবির মন্ডল প্রমুখ। সভায় অত্র অঞ্চলের অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষা কেন্দ্রের শিক্ষকবৃন্দ।

২০২৪ সালে পাইলট কর্মসূচির অংশ হিসেবে জেলার গগনপুর ইউনিয়নে ঝড়ে পড়া ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আশা শিক্ষা কার্যক্রম শুরু করে। এই কার্যক্রমের মাধ্যমে প্রতি শ্রেণির ৩০জন ঝড়ে পড়া শিক্ষার্থীদের স্কুলের শিক্ষকদের আলাদা করে সম্মানী প্রদানের মাধ্যমে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে আলাদা ভাবে পাঠদান করানোর পাশাপাশি অন্যান্য কারিগরি সহযোগিতা প্রদান করা হচ্ছে। এতে করে ওই শিক্ষার্থীরা আগের চেয়ে পড়ালেখায় অনেক উন্নত করছে। ঝড়ে পড়া শিক্ষার্থীদের নতুন করে পড়ালেখায় ফিরিয়ে আনতে আশার এমন কার্যক্রম এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

এসময় কেন্দ্রের কার্যক্রম সম্পর্কে অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান এবং আগামীতে ঝড়ে পড়া আরো বেশি সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহণে আশার শিক্ষা কার্যক্রমকে আরো বেগবান করতে করণীয় বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করা হয়। এসময় এসএসসি পর্যায় পর্যন্ত আশার এই কার্যক্রমকে বৃদ্ধি করতে অভিভাবকরা আহ্বান জানান। সভা শেষে শ্রেণিতে ভালো করায় প্রতি শ্রেণির তিনজন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। পাইলট এই কর্মসূচির ফলাফল ভালো হলে আগামীতে জেলার অন্যান্য উপজেলাতেও এমন কার্যক্রম শুরু করা হবে বলে জানান আয়োজকরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ