মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ইন্টারনেট কর্মী সালাউদ্দিনের রহস্যজনক মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৩ মে মঙ্গলবার দুপুরে উপজেলার চান্দহর ইউনিয়নের চর চামটা আনন্দ বাজার এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নিহত সালাউদ্দিনের পরিবারের সদস্যদের পাশাপাশি হাজারও নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা জানান, গত ১১ এপ্রিল সন্ধ্যায় চর পালপাড়া গ্রামের মঞ্জুরুল আলমের ছেলে সালাউদ্দিনকে স্থানীয় আনন্দ বাজার এলাকার একটি দোকান থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধু অনিক, আরিফ ও সুজন। রাত আনুমানিক ১১টার দিকে অনিক ফোন করে সালাউদ্দিনের বাবাকে জানায় যে, তার ছেলে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সালাউদ্দিন মারা যান।
পরিবারের সদস্যরা এ ঘটনায় নিহতের বন্ধুদের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেন। স্বজনরা জানান, এর আগে সালাউদ্দিন, অনিক ডেকোরেটরে লাইটিংয়ের কাজ করত। সালাউদ্দিন পরবর্তীতে কয়েক মাস পূর্বে অনিক ডেকোরেটরের কাজ ছেড়ে বেশি বেতনে একটি প্রতিষ্ঠানের ইন্টারনেট কর্মী হিসেবে কাজ করায় তাদের শত্রুতে পরিণত হয়ে উঠে। সালাউদ্দিনের বন্ধুরা দুর্ঘটনার যে বর্ণনা দিয়েছে তা ভিন্ন ভিন্ন এবং সন্দেহজনক। এরপর পরিবার স্থানীয়ভাবে অনুসন্ধান করে নিশ্চিত হয়, এটি দুর্ঘটনা নয়, বরং এর পেছনে রহস্যজনক হত্যাকাণ্ডের মত ঘটনা রয়েছে।
ঘটনার ৪-৫ দিন পর সালাউদ্দিনের পরিবার থানায় অভিযোগ করতে গেলে সিংগাইর থানার পুলিশ তা প্রহণে গড়িমসি করে। পরবর্তীতে ২২ এপ্রিল সালাউদ্দিনের বাবা আদালতের শরণাপন্ন হন এবং পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, আমরা হাসপাতাল থেকে জানতে পেরেছিলাম এটি একটি সড়ক দুর্ঘটনা। তবে বর্তমানে আদালতে মামলা হয়েছে। আদালতের নির্দেশনা পেলে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহতের পরিবারের দাবি, সালাউদ্দিনের মরদেহ কবর থেকে উত্তোলনপূর্বক প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। মানববন্ধন থেকেও বক্তারাও এ দাবি করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available