নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৪ মে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে চার সদস্যের একটি টিম।
এ সময় দুদকের উপ-সহকারী পরিচালক জয়ন্ত সাহা ও সহকারী পরিচালক মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন। অভিযানকালে ঔষধ সরবরাহ, চিকিৎসা সেবার নানা দিক, জনবল নিয়োগসহ বিভিন্ন বিষয়ের উপর তথ্য যাচাই করে অভিযানিক দল। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবু বিন হাজ্জাজ, সহকারী পরিচালক ডা: আব্দুল্লাহ হেল মাফি সহ নার্স ও ভাণ্ডার রক্ষকের সাথে কথা বলেন টিম সদস্যরা।
অভিযান শেষে দুদক সহকারী পরিচালক বেলাল হোসেন সাংবাদিকদের জানান, আমরা হাসপাতালের বিভিন্ন সেবা ও জনবল নিয়োগ সংক্রান্ত তথ্য যাচাই বাছাই করেছি। সেগুলো লিপিবদ্ধ করা হয়েছে এবং কমিশনে পাঠানো হবে। কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
এ ব্যাপারে নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবু বিন হাজ্জাজ সাংবাদিকদের জানান, ঔষধসহ কয়েকটি বিষয় নিয়ে দুদক টিম পর্যালোচনা করেছে। আমরা টিমকে সর্বাত্মক সহযোগিতা করেছি। সকালে শুরু হওয়া অনুসন্ধান দুপুরে শেষ করেন দুদক টিম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available