• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:০৬:০৬ (12-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৯শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:০৬:০৬ (12-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নোয়াখালী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আবদুল হক, সম্পাদক পলাশ

১২ মে ২০২৫ সকাল ০৮:৪৮:৩৮

নোয়াখালী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আবদুল হক, সম্পাদক পলাশ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে বাংলাদেশ  জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনে অ্যাডভোকেট আবদুল হক সভাপতি ও অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

১১ মে রোববার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নোয়াখালী জেলা আইনজীবী সমিতির হলরুমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি সমর্থিত দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সভাপতি পদে অ্যাডভোকেট আবদুল হক পেয়েছেন ১৭১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বি.ইউ.এম কামরুল ইসলাম পেয়েছেন ৬৯ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ পেয়েছেন ১৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম বেলায়েত হোসেন পেয়েছেন ৬৪ ভোট।

এছাড়া সহসভাপতি হিসেবে কাজী কবির আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া  যুগ্ম-সাধারণ সম্পাদক পদে এবিএম মাজেদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে আশরাফুল মায়মুন বিজয়ী হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী শামছুদ্দিন আহমেদ, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, আবদুল কাউয়ুম দিদারসহ পাঁচজন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ফলাফল অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ অন্যান্য আইনজীবী ও রাজনৈতিক নেতাকর্মীরা বিজয়ীদের ফুলের তোড়া উপহার দিয়ে অভিনন্দন জানান।

উল্লেখ্য, নির্বাচনে ২৮০ জন ভোটারের মধ্যে ২৪০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ