• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে কার্তিক ১৪৩২ সকাল ০৯:৫৭:৩৮ (04-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রাঙ্গুনিয়ায় চোরাই গরু নিয়ে পালানোর সময় পিকআপসহ গ্রেফতার ২

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গভীর রাতে গরু চুরি করে পিকআপ ভ্যানে নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চুরি যাওয়া চারটি গরু এবং চোরাই কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।২৫ অক্টোবর শনিবার রাতে দক্ষিণ রাঙ্গুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে দক্ষিণ রাঙ্গুনিয়া এলাকার আবদুল আজিজ ও তার ভাই হুমায়ুন কবিরের গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হয়। গরু গুলো পিকআপ ভ্যানে তুলে চোরেরা দ্রুত স্থান ত্যাগ করছিল। চুরির বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী ও স্থানীয়রা তাৎক্ষণিক ধাওয়া শুরু করেন। পরে পুলিশকে খবর দেন। একপর্যায়ে নারিশ্চা মগবান্দের ব্রিজ সংলগ্ন নতুনপাড়া মুখী তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর স্থানীয়দের সহায়তায় পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করতে সক্ষম হয়।এ সময় পিকআপ ভ্যানে থাকা মো. শাওন (৩৫) ও মো. মানিক (৩০) নামের দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তবে চোর চক্রের আরও তিনজন অজ্ঞাতনামা সদস্য পালিয়ে যায়।পুলিশ জানায়, উদ্ধারকৃত চারটি গরুর আনুমানিক মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা। চোরাই কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি পিকআপ ভ্যান, যার মূল্য প্রায় ৮ লাখ টাকা।দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।