বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেলের উদ্বোধন করা হয়েছে। বাগেরহাট খান জাহান আলী (রহ.) মাজার সংলগ্ন এলাকায় অবস্থিত এই মোটেলটি পর্যটকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।
৯ মে শুক্রবার বিকেলে বাগেরহাট পর্যটন কর্পোরেশনের মোটেলের নিজস্ব অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মোটেলটির উদ্বোধন করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
এসময় তিনি বলেন, "বাগেরহাটের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে এই মোটেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি এ অঞ্চলের পর্যটন শিল্পকে আরও গতিশীল করবে।"
উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, বাগেরহাট ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ, যেখানে ষাটগম্বুজ মসজিদ, খান জাহান আলীর মাজারসহ অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। নতুন এই মোটেল পর্যটকদের জন্য নিরাপদ ও আরামদায়ক থাকার ব্যবস্থা করবে, যা স্থানীয় পর্যটন অর্থনীতিকে শক্তিশালী করবে। এছাড়া ভবিষ্যতে বাগেরহাটে পর্যটন সুবিধা বৃদ্ধির জন্য আরও প্রকল্প হাতে নেওয়ার কথা জানান।
পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভীনা, সাবেক সচিব মো. মশিউর রহমান, ড: ফরিদুল ইসলাম বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সমন্বায়ক এম এ সালাম, জামায়াতের জেলা আমির মাওলানা রেজাউল করিম, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, ছাত্র সমন্বায়ক সাদ্দাম হোসেন।
উল্লেখ্য, বাগেরহাটে ৩২ শতাংশ জমির উপর ১৩ কোটি টাকা ব্যয়ে ‘পর্যটন মোটেল অ্যান্ড ইয়ুথ ইন’ নামেরএই মোটেলটিতে বিভিন্ন ক্যাটাগরির এসি, নন এসি আবাসিক কক্ষ, শিক্শার্থীদের জন্য স্বপ্লমূল্যে ডরমিটরি, রেস্তোরাঁ, বার-বি-কিউ, কনফারেন্স কক্ষ সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। #
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available