ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আউটার সিগন্যালে ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে সাত ঘণ্টা পর আবারও একই স্থানে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। পরপর দুটি ট্রেন দুর্ঘটনায় রেলযাত্রীদের মধ্যে বেশ উদ্বেগের সৃষ্টি হয়েছে।
১০ মে শনিবার সকাল ৬টার দিকে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটির শেষ বগির একটি চাকা লাইনচ্যুত হয়। ফলে ঢাকা সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৬টার দিকে তূর্ণা নিশীথা ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন অতিক্রম করে যাওয়ার সময় স্টেশনের প্রবেশমুখে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ধীরে এগোচ্ছিল। তখনই শেষ বগির একটি চাকা রেললাইন থেকে বিচ্যুত হয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে ওই দিন রাত সোয়া ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের পুনিয়াউট এলাকার আউটারে একটি কনটেইনারবাহী ট্রেন লাইনচ্যুত হয়। দীর্ঘ সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় উদ্ধারকাজ শেষে শনিবার ভোর ৫টা ৩৩ মিনিটে ‘পর্যটন এক্সপ্রেস’ স্টেশন অতিক্রম করে এবং আপ লাইনের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে অল্প সময়ের ব্যবধানে একই এলাকায় পুনরায় লাইনচ্যুতি ঘটায় রেল চলাচলে আবারও বিঘ্ন ঘটে, বিশেষ করে ডাউন লাইনে।
রেলস্টেশন মাস্টার জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই আউটার সিগন্যালে পরপর দুটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়া অত্যন্ত উদ্বেগজনক। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির শেষ বগি লাইনচ্যুত হওয়ায় সেটি ফেলে রেখে মাত্র আধ ঘণ্টা পর ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে। আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ডাউন লাইনে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available