চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে আল মক্কা ও আল মদিনা ট্রাভেলসের উদ্যোগে হজ প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ৭ মে বুধবার মুন্সিরহাট বাজারস্থ আলিফ রেস্টুরেন্টে আয়োজিত কর্মশালায় প্রশিক্ষণ দেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আলহাজ মুফতি মো. খোরশেদ আলম। প্রশিক্ষণ শেষে হাজীদের মাঝে হজের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
আল মক্কা ট্রাভেলস মুন্সিরহাট শাখার পরিচালক মুহাম্মদ সামছুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাঘার পুস্করণী মাদরাসার মুহতামিম মুফতি খলিলুর রহমান কাসেমী, মুফতি ফরহাতুল্লাহ শাহপরান, মাওলানা নুরুল আমিন, সাংবাদিক মো. এমদাদ উল্যাহ, হাফেজ মামুন, হাফেজ দ্বীন মুহাম্মদ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু তাহের।
এসময় আরও উপস্থিত ছিলেন- তাজুল ইসলাম, আবদুল কাদের, শফিকুর রহমান, মন্তু মেস্তরী, সাইফুল ইসলাম, একরামুল হক, সাফাইয়াত আদনান, শেখ আমজাদ, রাসেল মাহমুদসহ সামাজিক ব্যক্তিবর্গ ও হাজীগণ।
প্রশিক্ষণ শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করে আল মক্কা ট্রাভেলস।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available