• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:৩৬:৪৪ (08-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:৩৬:৪৪ (08-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মেহেরপুরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর খুন

৮ মে ২০২৫ দুপুর ০১:৪৯:৪৯

মেহেরপুরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর খুন

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর গাংনীতে মাদকাসক্ত জামাই সবুজের ছুরিকাঘাতে চাচা শ্বশুর ইলিয়াস হোসেন (৪৪) খুন হয়েছে।

৮ মে বৃহস্পতিবার ভোরে উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের স্কুল পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ইলিয়াস হোসেন গাড়াবাড়িয়া স্কুল পাড়ার মৃত লেকসার আলীর ছেলে। জামাই ঘাতক সবুজর একই উপজেলার ষোলটাকা গ্রামের সাবেক ইউপি সদস্য ময়নাল আলীর ছেলে।

নিহত ইলিয়াসের ভাই ইমদাদুল হক বলেন, জামাই সবুজ ভোর রাতে বাড়িতে এসে শ্যালক আব্দুল্লাহ ও স্ত্রী সালমা খাতুনের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে ইলিয়াস হোসেন পরিস্থিতি শান্ত করতে গেলে সবুজ তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে। এরপর পেটে ছুরি দিয়ে আঘাত করে ভুড়ি বের করে ফেলে। পরে আহতবস্থায় স্থানীয় পরিবারের সদস্যরা ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘাতক সবুজের শ্যালক আব্দুল্লাহ জানায়, বোনের জামায় মাদকাসক্ত হওয়ায় টাকা চেয়ে অত্যাচার নির্যাতন করে আমার বোনকে তিন দিন আগে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বাধ্য হয়ে বোন আমাদের বাড়ি চলে এসেছে। বোনকে নিয়ে যাবার অজুহাতে গত রাতে আমাদের বাড়ি আসে সবুজ। সকালে কথা কাটাকাটির একপর্যায়ে কোমরে থাকা ধারালো ছুরি দিয়ে আমার চাচাকে হত্যা করে সবুজ। আমি ঠেকাতে গেলে আমাকেও আঘাত করেছে। আমি সবুজের ফাঁসি চাই।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক সবুজকে পরিবার ও স্থানীয়রা আটক করে একটি ঘরের মধ্যে আটকিয়ে রাখে, পরে সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ