নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে সংবাদ সংগ্রহকালে দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় ও ফটোগ্রাফার হাবিব খন্দকারের উপর পৈশাচিক হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সাংবাদিক মহল।
৬ মে মঙ্গলবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে এ কর্মসূচি পালন করেন।
ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজউদ্দিন মাসুম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল সিদ্দিকী, প্রেস নারায়ণগঞ্জের সম্পাদক ফখরুল ইসলাম, জ্যৈষ্ঠ সাংবাদিক ডালিম, কচি, কাইয়ুমসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের কর্মীবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available