ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিকভাবে একাডেমিক কোলাবরেশনের অংশ হিসেবে একাডেমিক, কালচারাল ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে মিশরের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
৫ মে সোমবার ঢাকাস্থ মিশরের এম্বাসিতে রাষ্ট্রদূত ওমর ফাহমী-এর সাথে ইবি উপাচার্যের সাক্ষাৎ হয়।
বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিকভাবে একাডেমিক কোলাবরেশনের লক্ষ্যে মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, কালচারাল ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে ঢাকাস্থ মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমী-এর সঙ্গে ইবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহের ৫ মে সোমবার ঢাকাস্থ মিশরীয় অ্যাম্বাসিতে এই সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available