• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ বিকাল ০৫:৪৯:২৪ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ বিকাল ০৫:৪৯:২৪ (20-May-2024)
  • - ৩৩° সে:

ঢাকায় পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত চীন বিশেষজ্ঞ ডেভিড স্লেটন মেইলি

ডেস্ক রিপোর্ট: চীন বিষয়ে বিশেষজ্ঞ ডেভিড স্লেটন মেইলিকে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি একসময় ঢাকায়ও মিশন উপ-প্রধান হিসেবে কাজ করেছেন।চীনে মার্কিন দূতাবাসের উপ-প্রধান হিসেবে কর্মরত ডেভিডের নিয়োগের বিষয়টি ৯ মে বৃহস্পতিবার হোয়াইট হাউজ থেকে ঘোষণা দেওয়া হয়। নিয়ম অনুযায়ী সিনেটের অনুমোদন সাপেক্ষে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হবেন। তিনি পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন।জ্যৈষ্ঠ কূটনীতিক মেইলি বেইজিংয়ে দা‌য়ি‌ত্ব পাল‌নের আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ইকোনমিক ব্যুরোর ট্রেড পলিসি অ্যান্ড নেগোসিয়েশন বিভাগের উপ-সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন বিভাগের পরিচালক ছিলেন তিনি।মিনিস্টার কাউন্সেলর হিসেবে ১৯৯২ সালে ফরেন সার্ভিসে যোগ দেন তিনি। এরপর ওয়াশিংটনের ফরেইন সার্ভিস ইনস্টিটিউটের লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট স্কুলের সহযোগী ডিন, ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন, মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ডেভিড মেইলি।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা চাইনিজ, ইউক্রেনিয়ান ও ফ্রেঞ্চ ভাষার ওপর পড়াশোনা করেছেন। তিনি কিয়েভ, হংকং, তাইওয়ান ও গিনিতে কাজ করেছেন।