• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে আষাঢ় ১৪৩২ রাত ১১:১০:০৫ (03-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে আষাঢ় ১৪৩২ রাত ১১:১০:০৫ (03-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঝিনাইদহে ঘাড়ের ওপর বটি পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

৩ জুলাই ২০২৫ বিকাল ০৪:২৮:৫৫

ঝিনাইদহে ঘাড়ের ওপর বটি পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়া এলাকায় সবজি কাটা বটি ঘাড়ের ওপর পড়ে দুই বছরের এক  শিশু সাইমের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে শহরের মহিলা কলেজ পাড়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত শিশু সাইম শহরের সমবায় ব্যাংক মার্কেটের সততা প্রিন্টিং প্রেস ব্যবসায়ী মনিরুজ্জামানের ছেলে। তাদের গ্রামের বাড়ি শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে।

স্থানীয়রা জানায়, শিশুটির মা রান্না ঘরে বটি দিয়ে সবজি কাটছিলেন। সেসময় শিশু সাইম খেলা করার জন্য বটি নেওয়ার চেষ্টা করলে তার মা বটিটি রান্না ঘরের র‌্যাকের উপর রেখে দেয়। পরে শিশুটির মা অন্য ঘরে কাজ করতে গেলে শিশুটি র‌্যাকের উপর থাকা বটি পাড়ার চেষ্টা করে। সেসময় বটিটি সাইমের ঘাড়ের উপর পড়ে মারাত্মক জখম হয়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাড়ের রগ কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকাই তার মরদেহ বাবা মায়ের কাছে কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি জিডি হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ