জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুইজন ও অন্য মামলার একজনসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
৩ মে শনিবার আসামিদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে ২ মে শুক্রবার উপজেলার কলকলিয়া ইউনিয়নে এক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টার মোহাম্মদ সাকিব হোসেন, সাব-ইন্সপেক্টার রিফাত সিকদার, এএসআই জাহাঙ্গীর আলমের সহযোগিতায় পুলিশ সদস্যরা উপজেলার কলকলিয়া ইউনিয়নে এক বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় কামারখাল গ্রামের আমরুজ খানের পুত্র পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আঞ্জব খান (৪৫) ও একই ইউনিয়নের আমিন উল্লাহর পুত্র পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. লাভলু মিয়া (৪৩) কে গ্রেফতার করা হয়।
অপরদিক জগন্নাথপুর পৌর-শহরে বিশেষ অভিযান চালিয়ে শেরপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র রাজ্জাক মিয়া (২৪) কে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, আসামিদের শনিবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available