আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: আখাউড়া পৌরসভার ১নং ওয়ার্ডের দূর্গাপুর গ্রামের একমাত্র খেলার মাঠে ভূমি অফিস নির্মাণের উদ্যোগের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী জনতা।
২ মে শুক্রবার বিকেল ৪টায় দূর্গাপুর টানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় কয়েকটি ক্রীড়া সংগঠন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর ও সাবেক সেনা সার্জেন্ট সফিকুল ইসলাম স্বপন, মাদ্রাসা শিক্ষক মুফতি ইব্রাহীম বিন মান্নান, সমাজসেবক ছগির আহমেদ, শেরে বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. ইমন ভূঁইয়া, ক্রীড়ানুরাগী জাহাঙ্গীর মিয়া, নবীন যুব সংগঠনের সভাপতি মো. আলম মিয়া ও প্রবাসী প্রতিনিধি রায়হানসহ স্থানীয় শতাধিক মানুষ।
এসময় বক্তারা বলেন, এই মাঠ শুধু খেলার জায়গা নয়, এটি আমাদের শৈশবের স্মৃতি ও প্রাণের স্পন্দন। এখানে প্রতিদিন শতাধিক শিশু-কিশোর খেলাধুলা করে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। এই মাঠে ভবন নির্মাণ মানে ভবিষ্যৎ প্রজন্মকে খেলার সুযোগ থেকে বঞ্চিত করা। তাই মাঠ রক্ষায় প্রয়োজনে আরও বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে বক্তারা জোর দাবি জানান, খেলার মাঠে ভবন নির্মাণ পরিকল্পনা বাতিল করে ভূমি অফিসটি যেন অন্যত্র স্থানান্তর করা হয়।
আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন জানান, প্রায় ৫ বছর আগে আমি এখানে আসের আগে এই ভূমি অফিস নির্মাণ প্রকল্প গ্রামবাসীকে অবগত করেই অনুমোদন করা হয়েছে। তখন কেউ কোনো লিখিত আপত্তি জানাননি। বলা হয়েছে, স্কুলের সাথে মিল রেখে ভবন নির্মাণ হবে। আমাদের ধারণা, প্রকল্পটি বাস্তবায়িত হলেও মাঠের স্বাভাবিক কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available