• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে বৈশাখ ১৪৩২ রাত ০৮:১০:৫৮ (02-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে বৈশাখ ১৪৩২ রাত ০৮:১০:৫৮ (02-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পল্লী বিদ্যুতের সাব স্টেশন থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

২ মে ২০২৫ সকাল ০৯:১৭:২৩

পল্লী বিদ্যুতের সাব স্টেশন থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশন থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

১ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া থানার মোড় সংলগ্ন দৌলতপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সাবস্টেশন থেকে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।  

উদ্ধারের সময় তার পরনে ছিল কালো চেক শার্ট, জিন্সের প্যান্ট এবং কোমড়ে লাল রঙের একটি গামছা বাঁধা ছিল।  

দৌলতপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার তৌফিকুর ইসলাম বাচ্চু বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাবস্টেশনের ভেতরে বড় ট্রান্সফরমারের আর্থিংয়ের তার চুরি করতে গিয়ে ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। কিছু তার চুরি হয়েছে বলেও আমরা দেখতে পেয়েছি। পরে পুলিশকে জানানো হয়।'  

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, 'ঘটনাস্থল থেকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এটি চুরির চেষ্টায় মৃত্যু কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনে ময়নাতদন্তসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ