• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৩:২৯:৪৯ (15-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নাটোরের বড়াইগ্রামে যুবকের মুখমণ্ডল অর্ধগলিত মরদেহ উদ্ধার

বড়াইগ্রাম প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মুখমণ্ডল অর্ধগলিত অবস্থায় সোহাগ হোসেন (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১৩ ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলার আগ্রান তেল পাম্প এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত সোহাগ হোসেন উপজেলার চক বড়াইগ্রাম এলাকার নাজমুল হোসেনের ছেলে।স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, সোহাগ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার পরিবার বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। নিখোঁজের পর থেকে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান মেলেনি।পরিবারের দাবি, সোহাগের বন্ধু আকাশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। তাদের অভিযোগ, সোহাগ নিখোঁজ হওয়ার পর থেকেই আকাশ পলাতক রয়েছে, যা সন্দেহকে আরও জোরালো করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি সন্দেহভাজনদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে