ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ারায় উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া ঔষধ, পচা বাসি খাবার সংরক্ষণ উৎপাদন এবং এক ডেন্টাল প্রতিষ্ঠানসহ ২ বাজারে মোট ৫টি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২৩ এপ্রিল বুধবার জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি এবং কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলমের নেতৃত্বে ভাংগুড়া উপজেলার শরৎনগর বাজার ও ভাংগুড়া বাজারে অভিযান পরিচালিত হয়।
শরৎ নগর বাজারে সেলিম সুইটসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারায় ৪ হাজার টাকা, মুসলিম সুইটসকে ৩৭ ও ৪৫ ধারায় ৪ হাজার টাকা, ভাংগুড়া বাজারে নাবিল ফার্মেসিকে ৩৭ ধারায় ১০ হাজার টাকা, স্বাদ প্লাস রেস্টুরেন্ট এন্ড বেকারিকে ৪৩ ধারায় ৪ হাজার টাকা এবং আবেদ ডেন্টাল কেয়ারকে ৫২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সর্বমোট ২ বাজারে মোট ৫টি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।
অভিযানের সময় সহায়তা করেন ভাঙ্গুড়া থানার এস আই হাফিজসহ সঙ্গীয় ফোর্স এবং পাবনা জেলা আনসার ব্যাটালিয়নের চৌকস একটি টিম ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available