• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৩৮:২৩ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৩৮:২৩ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

প্রতিনিধি তালিকায় ত্যাগিদের নাম নেই, প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন

১৭ মার্চ ২০২৫ সকাল ০৯:১৩:২৯

প্রতিনিধি তালিকায় ত্যাগিদের নাম নেই, প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে ঘোষিত ছাত্র প্রতিনিধির তালিকায় ত্যাগিদের ঠাই মেলেনি, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চেতনার পরিপন্থি বলে একটি অংশের অভিযোগ। প্রতিবাদে ঘোষিত কমিটি থেকে নিজেদের নাম প্রত্যাহারসহ বিতর্কিত তালিকা প্রণয়নে জড়িতদের অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।

স্বৈরাচার শেখ হাসিনার পতন আন্দোলনে মণিরামপুরে যারা অগ্রভাগে থেকে লড়াই-সংগ্রাম ও সংগঠনের জন্য অর্থ, শ্রম ও সময় ব্যয় করেছেন, তাদের রাখা হয়নি বলে ওই অংশটির অভিযোগ। প্রতিবাদে পৌরশহরে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন বিক্ষুব্ধ পক্ষটি।

১৬ মার্চ রোববার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধ অংশের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সার্জিন হাসান ফাহিম। উপস্থিত ছিলেন সার্জিন হাসান ফাহিন, মেহেদি হাসান অনিক, মাসুম বিল্লাহ সজীব, ফয়সাল হোসেন, অভি হাসানসহ প্রায় অর্ধশত বিক্ষুব্ধ শিক্ষার্থী।

লিখিত বক্তব্যে সার্জিন হাসান ফাহিম বলেন, তারা জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম থেকেই সরব ছিলেন। এ কারণে ২৪'র ১৯ জুলাই উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে তাদের ডাকা প্রতিবাদ সমাবেশ ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় পণ্ড হয়। এদিন বিকেলে মণিরামপুর সরকারি কলেজের সামনে অনুষ্ঠিত সমাবেশে অংশ গ্রহণকারীরা ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে মারপিটের শিকার হন।

তিনি আরও বলেন, এই অযৌক্তিক প্রতিনিধি তালিকা ঘোষণার মাধ্যমে আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য ও ন্যায়সংগত দাবিকে প্রহসনে পরিণত করা হয়েছে। অবিলম্বে ঘোষিত প্রতিনিধি তালিকা সংশোধনের মাধ্যমে প্রকৃত সংগ্রামকারীদের স্বীকৃতি প্রদানের ব্যবস্থা করতে হবে। প্রকৃত সংগ্রামকারীদের সম্মান প্রদানের মাধ্যমেই এই আন্দোলনের মূল চেতনা ও আদর্শ বজায় থাকবে বলে তিনি মনে করেন।

এসময় উপস্থিত বিক্ষুব্ধ অংশটি জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাশেদ খান, ফাহিম আল ফাত্তাহ, লিখন, তানভির সংগ্রাম, দেব্রত বিশ্বাস, সোহানুর রহমান সোহাগ, সোহেল রানাসহ যারা এই এই বিতর্কিত তালিকা প্রণয়নে জড়িত তাদের মণিরামপুরে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

পরে বিক্ষুব্ধ এই অংশটি পৌরশহরে বিক্ষোভ মিছিল করে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:১১:৫৫


ফুলবাড়ীতে কৃষি উপকরণ বিতরণ
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:০২:৪৮





রমনার বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে
৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩১:৩৯