• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১০:০৮:৪০ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১০:০৮:৪০ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

এশিয়ান টিভি অনলাইনের সাংবাদিকের সহায়তায় পরীক্ষা দিয়েছে তাশফিক

১ মে ২০২৩ দুপুর ০১:৪৬:১৮

এশিয়ান টিভি অনলাইনের সাংবাদিকের সহায়তায় পরীক্ষা দিয়েছে তাশফিক

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: চলমান এসএসসি পরীক্ষা শুরু হওয়ার মাত্র দু’দিন আগে এক পরীক্ষার্থী জানতে পারলো এডমিট কার্ড ইস্যু করা হয়নি। কারণ অনুসন্ধানে জানা গেল  স্কুল থেকে তার ফরম ফিলাপ না হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।  চরম হতাশায় পরে গেলেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবার। শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে  প্রধান শিক্ষককে দায়ী করেন।

শিক্ষার্থী লেখেন , ফর্ম ফিলাপ না হওয়ায় এবার তার আর পরিক্ষায় বসা হবে না।

পোস্টটি এশিয়ান টিভি অনলাইনের বাজিতপুর উপজেলা প্রতিনিধি মো. আল আমিনের নজরে আসে। তাৎক্ষণিক এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখকে মুঠোফোনে কল করে জানান তিনি। পুলিশ সুপার বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করেন। এরপর স্কুল কর্তৃপক্ষকে জেলা প্রশাসক পরীক্ষা দেয়ার সকল ব্যবস্থা সম্পন্ন করার নির্দেশ দেন।

অবশেষে ২৯ এপ্রিল শনিবার মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এডমিট ও রেজিস্ট্রেশন কার্ড হাতে পায়েছেন এ পরীক্ষার্থী।

৩০ এপ্রিল রোববার প্রথম পরীক্ষায় অংশ গ্রহণ করতে পেরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, এশিয়ান টিভি অনলাইনের সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় এ পরীক্ষার্থী।

জানা যায়, করোনা চলাকালীন পরীক্ষার্থী তাশফিকের বাবার ব্যাবসায়িক ক্ষতি এবং ঋণের কারণে তারা নানা বাড়ি জামালপুরে চলে যায়। এসময় মাঝেমধ্যে সে কিশোরগঞ্জ জেলা পাবলিক স্কুল এন্ড কলেজে পরীক্ষা ও ক্লাস করতে আসতো। এর মধ্যে স্কুলের বেতন বেকেয়া পরে যায়। গত ডিসেম্বরে টেস্ট পরীক্ষা শুরুর আগে বিশ হাজার টাকা পরিশোধ করলেও বাকী বকেয়া টাকা যথা সময়ে  দিতে পারেনি তাশফিকের পরিবার। এ কারণে স্কুল কর্তৃপক্ষ তার ফরম ফিলাপ করেনি।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১