• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১২:৩৪:৫৮ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১২:৩৪:৫৮ (01-May-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

উত্তরায় শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ

২ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:২২:১৪

উত্তরায় শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর উত্তরায় জমজম টাওয়ারের মোড় ও ১১ নম্বর সেক্টরের মাইলস্টোন স্কুলের সামনে সংঘর্ষ চলাকালে ২ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ছে পুলিশ।

গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহতরা হলেন- উত্তরা ১১নং সেক্টরের ১নং রোডে অবস্থিত ভুবন লন্ড্রি হাউজের মালিক দুলাল হাওলাদার ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাহমিদ হুজাইফা গুলিবিদ্ধ হয়। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সকাল থেকে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ছি ছি পুলিশ ভাই আপনার কি ভাই বোন নাই? শিক্ষার্থীদের এরূপ নানান রকম স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে উত্তরার রাজপথ।

২ আগস্ট শুক্রবার সকাল থেকেই বৃষ্টিকে উপেক্ষা করে ছাত্রদের উপর গুলি করা বন্ধের প্রতিবাদে ‘ওয়ান্টস ফর জাস্টিস’ ইস্যুতে রাজউক উত্তরা মডেল কলেজের ছাত্রছাত্রী ও অভিভাবক কলেজের সামনে বিক্ষোভ মিছিল করে অবস্থান নেন।

অপর দিকে জুম্মার নামাজ শেষে দুপুর ২টার দিকে উত্তরার বিভিন্ন স্কুল কলেজের দুইশতাধিক ছাত্র ছাত্রী উত্তরা ৬নং সেক্টর রাজউক মডেল কলেজ এলাকায় কুয়েত মৈত্রী হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। ধীরে ধীরে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন ছাত্রদের মিছিলে যোগ দেওয়া শুরু করলে সড়কে টহলরত সেনাবাহিনী ও পুলিশবাহীনির সদস্যরা মিছিলে বাঁধা দেয়।

এ সময় পুলিশ মিছিলকারী ছাত্র নেতাদের কয়েক জনকে ডেকে এনে ছাত্রদের নিয়ে চলে যেতে বলে। ছাত্ররা পুলিশের বাঁধার মুখে মিছিল নিয়ে উত্তরা ৬নং সেক্টর এলাকা দিয়ে হাউজ বিল্ডিংয়ের দিকে চলে যায়।

ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তরা বিমানবন্দর মহাসড়ক ও বিভিন্ন মোড় মোড়ে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে সকাল থেকে মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা অবস্থান কর্মসূচি ও সড়কে বিক্ষোভ মিছিল করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১