• ঢাকা
  • |
  • সোমবার ২০শে জ্যৈষ্ঠ ১৪৩১ বিকাল ০৩:১০:০৪ (03-Jun-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২০শে জ্যৈষ্ঠ ১৪৩১ বিকাল ০৩:১০:০৪ (03-Jun-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

২১ মে ২০২৪ বিকাল ০৫:১২:২৭

উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নিজস্ব প্রতিবেদক: শেষ হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ। এখন চলছে ভোটগণনা।

২১ মে মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয় এ ভোটগ্রহণ। বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।

বিভিন্ন স্থানে গুলিবর্ষণ, সংঘর্ষ, জাল ভোট দিতে গিয়ে আটক ও প্রিসাইডিং কর্মকর্তা আটকসহ কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে শেষ হয়েছে এ নির্বাচন।

নির্বাচনে ১৫৬টি উপজেলায় ১৩ হাজার ১৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ। সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। তবে সারাদেশে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল অনেক কম।

নির্বাচন কমিশন জানিয়েছে, দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ১ হাজার ৮২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান ৬৯৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫২৮ জন।

নির্বাচনে ভোটার রয়েছেন ৩ কোটি ৫২ লাখ। ভোটারদের মধ্যে এক কোটি ৭৯ লাখ ৫ হাজার পুরুষ এবং এক কোটি ৭২ লাখ ৯৯ হাজার নারী ভোটার। ভোটকেন্দ্র রয়েছে ১৩ হাজার ১৬টি ও ভোটকক্ষ ৯১ হাজার ৫৮৯টি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ