• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৭:২৬ (21-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৭:২৬ (21-May-2024)
  • - ৩৩° সে:

ফকিরহাটে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় ৪৫টি নির্বাচনী কেন্দ্রে সকাল ৮টা থেকে বিরামহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকে ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। তবে পুরুষ ভোটারের থেকে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।এছাড়া নতুন ভোটারদের আগ্রহ দেখা গেছে অনেক বেশি। তারা অতি উৎসাহের সাথে ভোট প্রদান করেছেন। কলেজ ছাত্র রাতুল দেসহ কয়েকজন নতুন ভোটারের সাথে আলাপকালে তারা জানান, এই প্রথম ভোট দিতে পেরে তারা অনেক খুশি।ফকিরহাট উপজেলায় মোট ভোট কেন্দ্র ৪৫টি, প্রিসাইডিং অফিসার ছিলেন ৪৫ জন। উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ২৪ হাজার ৯৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ৭২ জন এবং নারী ভোটার ৬২ হাজার ৯২৪ জন।ফকিরহাটে নির্বাচনে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বিভিন্ন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে ছিলেন।ফকিরহাট উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিন প্রার্থী, তারা হলেন, স্বপন দাশ (আনারশ), শেখ ওয়াহিদুজ্জামান বাবু (মটরসাইকেল) এবং ফজিলা বেগম (দোয়াত-কলম)। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা ছিলেন শেখ মোস্তাহিদ সুজা (উড়োজাহাজ), শেখ ইমরুল হাসান (তালা), মো. কওসার আলী ফকির (টিউবওয়েল), এবং সৈয়দ অলিদ ইমন (টিয়া পাখি)। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন দুইজন। তাদের মধ্যে তহুরা খানম (কলস) এবং আয়েশা সিদ্দিকা (ফুটবল) প্রতীকে নির্বাচন করেন।এদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ মোস্তাহিদ সুজা (উড়োজাহাজ) তিনি নির্বাচনের দুইদিন আগে অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ান।