• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪৭:১২ (17-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪৭:১২ (17-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কক্সবাজারে শেরে বাহিনীর সঙ্গে র‌্যাবের গোলাগুলি, নিহত কৃষক

৩০ এপ্রিল ২০২৪ সকাল ০৮:৪১:২৯

কক্সবাজারে শেরে বাহিনীর সঙ্গে র‌্যাবের গোলাগুলি, নিহত কৃষক

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার সদরের ভারুয়াখালীতে অপহৃত ক্ষুদ্র ঋণ সংস্থার এক কর্মীকে উদ্ধারে গিয়ে ডাকাত দলের সাথে গোলাগুলির ঘটনা ঘটেছে র‌্যাবের। এ সময় স্থানীয় এক কৃষক নিহত হয়েছেন।

২৯ এপ্রিল সোমবার রাত পৌনে ৮টার দিকে ভারুয়াখালী ইউনিয়নের মুরাপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম বায়তুল্লাহ খুলু। তিনি ভারুয়াখালীর ছৈয়দুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিলুল হক জানান, ক্ষুদ্র ঋণ সংস্থা প্রত্যাশীর মাসুদ নামে একজন মাঠ কর্মীকে অপহরণ করার খবরে ভারুয়াখালীতে অভিযানে যায় র‌্যাব। এ সময় শেরে বাহিনীর প্রধান ফরহাদ ও সঙ্গীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এলাকাবাসীসহ সন্ত্রাসীদের র‌্যাব ধাওয়া করলে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে তারা। এক পর্যায়ে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে।

স্থানীয় অ্যাড. শওকত বেলাল জানান, সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে বায়তুল্লাহ খুলু নামে এক কৃষক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

র‌্যাব জানায়, শেরে বাহিনীর প্রধান ফরহাদকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। তাদের জিম্মিদশা থেকে মুমূর্ষু অবস্থায় ক্ষুদ্র ঋণ সংস্থা প্রত্যাশীর কর্মী মাসুদকে উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের আরএমও (প্রশাসন) জাহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ মর্গে রয়েছে। আহতকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সাঈদ খোকনের মিট দ্য প্রেস শনিবার
১৭ মে ২০২৪ বিকাল ০৫:১১:৫৫