• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:২১:১৩ (03-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:২১:১৩ (03-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নির্বাচন সর্বোচ্চ গ্রহণযোগ্য করা হবে: ইসি আলমগীর

২০ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:৩৩:১১

নির্বাচন সর্বোচ্চ গ্রহণযোগ্য করা হবে: ইসি আলমগীর

মানিকগঞ্জ প্রতিনিধি: নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেন, বিগত দিনে সকলের সহযোগিতায় ভাল নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে নির্বাচন কমিশন। সামনের স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহণেই একটি সর্বোচ্চ গ্রহণযোগ্য নির্বাচন করা হবে।

২০ এপ্রিল শনিবার দুপুরের দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসন হল রুমে মানিকগঞ্জ-২ আসনের (সিংগাইর- হরিরামপুর) প্রার্থীদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, এটি কোন রাজনৈতিক দলের নির্বাচন নয়, এটি স্থানীয় সরকারের নির্বাচন। তাই এখানে সকলেই অংশ নিবে। বিএনপি নির্বাচনে না আসলেও তাদের অনেক প্রতিনিধিই নির্বাচনে অংশ নিচ্ছেন। একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

নির্বাচন কমিশনার আরও বলেন, ইভিএমেই ভোট হবে। ইভিএমে কোন ত্রুটি নেই। তবে, যেহেতু এটি একটি মেশিন সেটাতে সাময়িক সমস্যা হতে পারে। ভোটারদের দশ আঙ্গুলের ছাপ নেয়া হয়েছে, যাতে করে একটি আঙ্গুলের ছাপ মিললেই ভোট প্রদানে কোন সমস্যা হবে না। সর্বোপরি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন।

মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, জেলা নির্বাচন অফিসার আমিনুর রহমান মিয়াসহ জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, এ সময় প্রার্থীরা তাদের বিভিন্ন সমস্যার বিষয়ে নির্বাচন কমিশনারকে অবহিত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ