• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৯:৩০ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৯:৩০ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙামাটিতে পিকনিকের বাস উল্টে আহত ১৩

২৩ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:১৮:৩৭

রাঙামাটিতে পিকনিকের বাস উল্টে আহত ১৩

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান সড়কের উপর পিকনিক বাস উল্টে যায়। এতে করে বাসের ভেতরে থাকা অন্তত ৪৩ জন যাত্রীর প্রায় সকলেই কমবেশি আহত হয়েছে। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৩ জন আহত যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

২৩ ফেব্রুয়ারি শুক্রবার কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ব্যঙছড়িস্থ মুসলিম পাড়ার স্টীল ব্রীজের সামনে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রামের সীতাকুন্ড থেকে চট্টমেট্টো-ব-১১-১২৮২ নম্বরের পিকনিকের যাত্রীবাহী বাসটি রাঙামাটির কাপ্তাইয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান সড়কের উপরে উল্টে যায়। এতে করে প্রায় সকলেই কমবেশি আহত হয়। এসময় সড়কের উভয় পাশে যানজট লেগে যায়। তারা সকলেই কাপ্তাইয়ে পিকনিক করতে যাচ্ছিলেন।

ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই থানা পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস এবং নৌ বাহিনী সদস্যরা সড়ক হতে গাড়িটি সরিয়ে সড়কের পাশে রেখে যান চলাচল স্বাভাবিক করেন।

কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, আহতদের তাৎক্ষণিক কোনো পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় কবলিত বাসে ৪০ থেকে ৪৩ জনের মতো যাত্রী থাকতে পারে। আহতদের চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কাপ্তাই নৌবাহিনী হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভোলায় ৫ দফা দাবিতে মানববন্ধন
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৫:৫৫:৪২