• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:১৬:১২ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:১৬:১২ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

খোকসায় চলছে ভেজাল গুড় তৈরির মহোৎসব

২৪ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:৪৬:৫৭

খোকসায় চলছে ভেজাল গুড় তৈরির মহোৎসব

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলাতে বছরের পর বছর ধরে ভেজাল গুড় তৈরি করে আসছে মেসার্স দিলীপ ট্রেডার্স ও মাতৃ ভান্ডার নামের প্রতিষ্ঠানটি। এক প্রকার প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলে তাদের কারবার। তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। বেশ কয়েকবার এতে পরিচালনা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত। একাধিক বার সীলগালা করা হয়েছে কারখানা।

প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, নিম্নমানের চিনির সাথে মানব দেহের জন্য ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য মিশিয়ে ভেজাল আঁখের গুড় তৈরির করে। এর পরেও অদৃশ্য শক্তির বলে বারবার পার পেয়ে যায় ভেজাল কারবারিরা। পূণরায় শুরু করে তাদের ভেজাল কারবার।  

২৩ শে জানুয়ারি মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদারের নেতৃত্বে মেসার্স দীলিপ ট্রেডার্সে অভিযান পরিচালিত হলেও এতে কারখানার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। সাধারণ মানুষের ভাষ্য 'লোক দেখানো অভিযান করে উপজেলা প্রশাসন'।

অভিযান পরিচালনাকালে কারখানাটি পরিবেশ অধিদফতরের ছাড়পত্র বা বিএসটিআই অনুমোদিত কোনো কাগজপত্র দেখাতে পারেনি। খোকসা উপজেলা প্রশাসনের কার্যালয় ও থানার মাত্র কয়েক গজের ভেতরেই দীর্ঘদিন কীভাবে এমন ভেজাল গুড় উৎপাদন করা হয় প্রশ্ন সচেতন মহলের।

এ ব্যাপারে দিলীপ বিশ্বাস ষষ্ঠী বলেন, আমাদের কারখানাটির মধ্যে কোনো ভেজাল গুড় তৈরি করা হয় না। আমরা সব নিয়ম কানুন মেনে গুড় তৈরি করি।

নিবার্হি ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার বলেন, মোবাইল কোর্ট পরিচালনা করে তেমন কোনো ভেজাল কিছু পাওয়া যায়নি। তবে, কারখানাটির মধ্যে গুড় তৈরির পরিবেশটা ঘাটতি রয়েছে। কারখানাটির মালিক পক্ষের লোকজনের সঙ্গে কথা হয়েছে, তাদের সকল কাগজপত্র নিয়ে অফিসে দেখা করতে বলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ