সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া হাটে অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
৩০ এপ্রিল বুধবার রাত ১টায় এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বোনারপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা বলেন, প্রাথমিক ভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিটে থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী শফিকুল ইসলাম, রিজু মিয়ার ইলেকট্রিক ও মতিয়ুর রহমানের ফলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে ।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন দিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available