• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:০২:০৩ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:০২:০৩ (10-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

কুমিল্লায় কৃষি জমি খননের অপরাধে এক লাখ টাকা জরিমানা

২১ জানুয়ারী ২০২৪ সকাল ০৯:০২:৫১

কুমিল্লায় কৃষি জমি খননের অপরাধে এক লাখ টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ২০ জানুয়ারি শনিবার বারপাড়া ইউনিয়নের দক্ষিণ বিজয়পুর গ্রামে অবৈধভাবে ফসলি জমি থেকে ভেকুর মাধ্যমে মাটি উত্তোলনের দায়ে চন্দন চক্রবর্তী নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, বারপাড়া ইউনিয়নের দক্ষিণ বিজয়পুর গ্রামে ফসলি জমির মাটি অবৈধভাবে কেটে নিয়ে যাচ্ছে কতিপয় ভূমি দস্যু, স্থানীয়দের কাছ থেকে এমন অভিযোগের প্রেক্ষিতে ২০ জানুয়ারি শনিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমানের নেতৃত্বে দক্ষিণ বিজয়পুর গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় তিনি মাটি উত্তোলন করার দায়ে চন্দন চক্রবর্তী ওরফে চন্ডীকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং তা আদায় করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান জানান, ভেকু দিয়ে মাটি তোলার কারণে পাশের ফসলী জমিতে ভাঙ্গনের আশংকা তৈরি হয় এবং এর ফলে কৃষি জমির উর্বরতা নষ্ট হয়। এছাড়া এই মাটি পরিবহনে ব্যবহৃত বড় ট্রাক্টরের কারণে গ্রামীণ সড়কগুলো নষ্ট হচ্ছে। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী ফসলী জমি রক্ষার্থে জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ