• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৪০:১৪ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৪০:১৪ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাঘায় ফুপাতো ভাইয়ের ছুরির আঘাতে মামাতো ভাই খুন

২০ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:৫৫:৫২

বাঘায় ফুপাতো ভাইয়ের ছুরির আঘাতে মামাতো ভাই খুন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলার বাঘা উপজেলায় মামুন নামের এক যুবক খুন হয়েছে। উপজেলার আড়ানী বাজারের মাংস বিক্রয়ের দোকানে বাকবিতণ্ডার জেরে ফুফাতো ভাইয়ের ছুরির আঘাতে মামাতো ভাই খুন হয়। 

মৃত ব্যক্তির মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।  

নিহত মামুন উপজেলার আড়ানী পিয়াদাপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। অভিযুক্ত খোকন একই গ্রামের খোদা বক্সের ছেলে। তারা আত্মীয়তার সর্ম্পকে মামাত-ফুপাত ভাই। 

পূর্ব থেকে তারা একসাথে গরুর মাংসের ব্যবসা করতো। তবে গত এক মাসের বেশি সময় ধরে তারা আলাদা মাংসের ব্যবসা করছে।  

২০ জানুয়ারি শনিবার সকাল আনুমানিক ১০টা সময় মাংস হাটে হঠাৎ তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বাজারে অনেকের উপস্থিতি ছিল এবং সকলে তাদের ঝগড়া দেখছিল। ওই সময় খোকন মাংস কাটার ধারালো ছুরি দিয়ে মামুনের পেটে ও বুকে একাধিক আঘাত করে। 

পরে স্থানীয়রা আহত মামুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্ত পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে পৌছাঁলে আহত মামুন মারা যায়।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, নিহত মামুন ও অভিযুক্ত খোকন দুজনে মামাত-ফুপাত ভাই। তারা উভয়ে কসাই। ঘটনার দিনে তারা উভয়ে মাংস বিক্রয় করছিল। কিন্ত মামুন বাজারের নিয়মতি মূল্যের তুলানায় কম দামে মাংস বিক্রয় করতে থাকে। বিক্রয় মূল্য নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে খোকন তার মাংস কাটার ধারালো ছুরি দিয়ে মামুনকে আঘাত করে। নিহতের শরীরে অতিরিক্ত রক্ত খনন হয়। এক পর্যায়ে সে মারা যায়। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ