• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:৫০:৫৯ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:৫০:৫৯ (09-May-2024)
  • - ৩৩° সে:

রাজীবপুরে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় যুবক খুন

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রাজীবপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে হামিদুল (২৫) নামে এক যুবক খুন হয়েছেন।২৭ এপ্রিল শনিবার বিকাল আনুমানিক ৫টায় উপজেলার টাঙ্গালিয়াপাড়া পূর্বপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় রাজীবপুর থানা পুলিশ হত্যাকাণ্ডের মূল আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছেন।এলাকাবাসী জানান, এ গ্রামের মহিজাল ও তার পুত্র নাসিরের সাথে প্রতিবেশী রফিকুল ও তার পুত্র হামিদুলের বাড়ির পাশের রাস্তা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার সূত্রে জানা যায়, হামিদুলের বাড়ির ছাগল নাসিরের জমির ফসলের ক্ষতি করে। ফসলের ক্ষতি করার জন্য উভয় বাড়ির লোকজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়া চলাকালীন সময়ে নাসিরের মা ও বোন প্রতিবেশী হামিদুলের বাড়ির দিকে ঢিল ছুড়ে মারে। একপর্যায়ে ঢিল গিয়ে হামিদুলের ২ বৎসরের বাচ্চার গায়ে লাগে। এ নিয়ে ঝগড়াঝাঁটি মারাত্মক রূপ নেয়। ঝগড়াঝাটি চলাকালীন সময়ে নাসির ও তার মা ধারালো অস্ত্র দিয়ে হামিদুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মারামারির একপর্যায়ে ঘটনাস্থলেই গুরুতর হামিদুলের মৃত্যু ঘটে।থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমান পিপিএম বলেন, রাজীবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মূল আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেলায় প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।