• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা মাঘ ১৪৩১ ভোর ০৪:২৮:০০ (16-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা মাঘ ১৪৩১ ভোর ০৪:২৮:০০ (16-Jan-2025)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারের পল্লিতে যুবক খুন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লিতে ড্রাইভার হাসান আলী (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।২৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১১টার দিকে নরসিংপুর- শ্রীপুর রাস্তায় দ্বীনেরটুক মাদরাসার ব্রিজের কাছাকাছি স্থানে ঘটনাটি ঘটে। নিহত হাসান আলী উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের নোয়াব আলির ছেলে। তিনি এক পুত্র সন্তানের জনক।স্থানীয় সূত্রে জানা যায়, ড্রাইভার হাসান আলী স্থানীয় নরসিংপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র কুপিয়ে হত্যা করে। তবে হত্যার আসল রহস্য এখনো জানা যায়নি।দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, খবর পেয়ে রাতেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। রিপোর্টে নিহতের বুকে-পিঠে ধারালো অস্ত্রের কোপ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।