• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ১১:১৪:৪২ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ১১:১৪:৪২ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিএনপি চায় না আপনারা ভোট দেন: স্বাস্থ্যমন্ত্রী

৩ জানুয়ারী ২০২৪ রাত ০৯:৫৭:১৬

বিএনপি চায় না আপনারা ভোট দেন: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ‌্যমন্ত্রী ও মানিকগঞ্জ ৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জা‌হিদ মা‌লেক বলেছেন, বিএনপি চায় না আপনারা ভোট দেন। কারণ তারা এদেশের উন্নয়ন চায় না। তারা বোমা মেরে, বাসে আগুন দিয়ে মানুষ হত‌্যায় বিশ্বাস ক‌রে। তারা সব সময় চেষ্টা ক‌রে পিছ‌নের দরজা দি‌য়ে কি ভা‌বে ক্ষমতায় আসা যায়।

তিনি বলেন, বিএনপি চায় কিভা‌বে দেশের সম্পদ লুট করা যায়। তা‌দের সব খাতেই লুটপাট আমরা দে‌খে‌ছি। বাংলা‌দেশ‌কে তারা পাঁচ বার দুনী‌তি‌তে চ‌্যা‌ম্পিয়ান বা‌নিয়েছে এই বিএন‌পি জামাত জোট।

৩ জানুয়াররি বুধবার বি‌কে‌লে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপল‌ক্ষে সাটু‌রিয়া ইউ‌নিয়ন আওয়ামী লীগের আয়োজনে সাটুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতি‌থির বক্ত‌ব্যে স্বাস্থ‌্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ‌্যমন্ত্রী ব‌লেন, বিএন‌পি‌কে বিশ্বাস করা যায় না। তারা বলেছিল আওয়ামী লীগ‌কে ভোট দি‌লে বাংলা‌দেশ ভারত হ‌য়ে যা‌বে, মস‌জিদ ম‌ন্দির হ‌য়ে যা‌বে। এই মিথ‌্যাচার তারা ক‌রে। এখনও তারা মিথ‌্যাচার কর‌ছে ভোট দি‌য়েন না। তারা ভো‌টে বিশ্বাসী নয়। এজন‌্য তারা ব‌লেন ভোট দি‌য়েন না।

তিনি আরও বলেন, তারা গণত‌ন্ত্রে বিশ্বাসী নয় এ জন‌্য তারা নির্বাচ‌নে আসে না। জনগণ তা‌দের‌কে প্রত‌্যাখান ক‌রে দি‌য়ে‌ছে। তাই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকায় ভোট দিতে হবে। আর শেখ হাসিনাকে আবার প্রধান মন্ত্রী করতে হবে।

মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সভাপ‌তি আব্দুল মান্নানের সভাপ‌তি‌ত্বে জনসভায় আরও বক্তব‌্য রা‌খেন, মা‌নিকগঞ্জ জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি অ্যাড. গোলাম ম‌হিউ‌দ্দিন, সাটু‌রিয়া উপ‌জেলা চেয়ারম‌্যান অ্যাড. আব্দুল ম‌জিদ ফ‌টো, জেলা আওয়ামী লী‌গের যুগ্ন সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক সু‌দেব সাহা, সাটু‌রিয়া উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি আলহাজ্ব ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক আফাজ উ‌দ্দিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




অনলাইন জুয়াকে লাল কার্ড প্রদর্শন
৩০ এপ্রিল ২০২৫ সকাল ১০:১৬:৫৪

গাছ সতেজ রাখতে এড়িয়ে চলুন সাত ভুল
৩০ এপ্রিল ২০২৫ সকাল ১০:১০:১৭


আওয়ামী লীগ এখন মরা লাশ: ভিপি নুর
৩০ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৩৫:৫৫